কলকাতা

বুলবুলে ক্ষয়ক্ষতি নিয়ে কেন্দ্রীয় দলের হাতে হিসেব তুলে দিল নবান্ন

বুলবুলে ক্ষতি ২৩ হাজার ৮১১ কোটি টাকা

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ বুলবুলে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দফতরের সহ অধিকর্তা সুমিত আগরওয়াল সহ ৯ জন আজ নবান্নে এলেন। শনিবারই কলকাতায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন বিকেলে নবান্নে তাঁদের হাতেই বুলবুলের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেওয়া হল রাজ্যের তরফে। জানানো হল, বুলবুলে মোট ক্ষতির পরিমাণ ২৩ হাজার ৮১১ কোটি টাকা। এই পুরোটাই কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য। এও জানানো হয়, ৩৫ লাখ মানুষ এফেক্টটেট এবং ৫ লাখ ১৭৫৩৫ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ লাখ ৮৯ হাজার ৯২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত ক্ষতি ৫৯৭ কোটি। এদিন কেন্দ্রীয় দলকে নবান্ন জানিয়েছে, ইতিমধ্যেই ৪ লক্ষ ৩৫ হাজার ত্রিপল বিলি হয়ে গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর ৬.২ লক্ষের কিছু বেশি জলের পাউচ বিলি করেছে।