কলকাতা

বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বই পাঠাবে বইমেলা

কলকাতাঃ আজ কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে একথা জানান পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। তিনি আরও বলেন এবারের বইমেলার বৈশিষ্ট্য হল মেলাতে ২০ জন ভাগ্যবান লটারি বিজেতাকে দেওয়া হবে ২৫ হাজার টাকার বুক গিফট কুপন। গত বছর মাত্র ৪জন ভাগ্যবান বিজেতা এই সুযোগ পেয়েছিলেন। এছাড়াও কয়েকটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বেশ কিছু বই উপহার দেওয়া হবে। এবারের বইমেলায় ৬০০টি স্টল ও ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। লিটল ম্যাগাজিনের প্যাভেলিয়নের নামকরণ করা হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে। ৯টি তোরণ সদৃশ গেট দিয়ে মেলায় দর্শনার্থী ও পুস্তকপ্রেমীরা প্রবেশ ও প্রস্থান করতে পারবেন। মূল থিম গেটটি তৈরি হচ্ছে রাশিয়ার বিশ্ববিখ্যাত বলশয় থিয়েটারের আদলে। মেলাতে নবনীতা দেবসেন ও গিরিশ কারনাডের নামে দুটি হল করা হচ্ছে। সেখানে প্রতিদিন বিভিন্ন ধরণের অনুষ্ঠান হবে। থাকছে শুভা দত্ত মিডিয়া সেন্টার ও অদ্রীশ বর্ধন এর নামে মুক্তমঞ্চ। বই মেলায় যাতায়াতের জন্য সরকারের তরফে অতিরিক্ত বাস পরিষেবার পাশাপাশি বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটে নির্ধারিত করা হয়েছে অটো ভাড়া। গাড়ি পার্কিংয়ের পাশাপাশি এবারের মেলার অন্যতম আকর্ষণ সাইকেল স্ট্যান্ড। বইমেলাকে পুরোপুরি পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলার কথাও এদিন গিল্ডের তরফে জানান হয়। একই সঙ্গে কলকাতার দূষণ রুখতে সিইএসসির তরফে মেলা প্রাঙ্গনে মানুষকে সচেতন করতে রাখা হচ্ছে ইলেকট্রিক গাড়ি ও জ্বালানি ওভেন। থাকছে অ্যন্ড্রয়েড অ্যাপ ও বইমেলার ওয়েব সাইট। মেলায় বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে। এদিন উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সহ বইমেলার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের আধিকারিকরা। আগামী ২৯ জানুয়ারি বিকেল ৪টেয় সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম রাশিয়া। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলায় রিশাটোভিক।