মালদা

বেহাল রাস্তা সংস্কার ও ১০০ দিনের কাজের দুর্নীতির প্রতিবাদে প্রতীকী আন্দোলনে গ্রামবাসীরা

হক জাফর ইমাম, মালদাঃ বেহাল রাস্তা সংস্কার ও ১০০ দিনের কাজের দুর্নীতির প্রতিবাদে মুখে কালো কাপড় এবং হাত বেঁধে প্রতীকী আন্দোলনে নামল এলাকাবাসীরা। হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধামসা মাদল বাজিয়ে এলাকার শতাধিক যুবক ১০০ দিন প্রকল্পের কাজে দুর্নীতির প্রতিবাদে অভিনব আন্দোলন করেন। প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে সচেতন করতে তারা একটি মিছিলের আয়োজন করেন। শুক্রবার বিকেলে স্থানীয় যুবকরা দুর্নীতির প্রতিবাদে মুখে কালো কাপড় এবং হাত বেঁধে আন্দোলনে নামে। তারা জানিয়েছেন ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কাজ হচ্ছে সবেতেই দুর্নীতি হচ্ছে। যারা কাজ পাওয়ার কথা তারা কাজ পাচ্ছেননা। আবার যে সমস্ত রাস্তা তৈরি করা হয়েছে বর্তমানে তা জলাশয়ে পরিণত হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পানীয় জলেরও সমস্যা রয়েছে এলাকায়। মানুষকে সচেতন করতে তারা মুখে কালো কাপড় এবং হাত বেধে প্রতীকী আন্দোলনে নামেন।
এলাকার যুবক তারাশঙ্কর রায় জানিয়েছেন, গত কয়েক মাস আগে একটি রাস্তা তৈরি হয়েছে এলাকায়। বর্তমানে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোন গর্ভবতী মহিলাকে ওই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সেখানেই মারা যাবেন ওই গর্ভবতী। স্কুল পড়ুয়ারা সেই রাস্তা দিয়ে যেতে পারছেনা। ১০০ দিন প্রকল্পের নামে যে সমস্ত কাজ হচ্ছে সবকটিতেই দুর্নীতি হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। তাই তারা মুখে কিছু বলতে পারছেন না আর হাত দিয়েও কিছু করতে পারছেননা। তাই প্রতীকী আন্দোলনে মুখ ও হাত বেঁধে অবস্থানে নামেন। তারা এও জানিয়েছেন, যদি প্রশাসন সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।