ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ বাঙালীর সেরা উৎসব দুর্গোৎসব, সেরা খেলা ফুটবল। আর এই দুই সেরাকে এক করে মহান ফুটবল ম্যাচের ফের এক আয়োজন করতে চলেছে বেহালা দেবদারু ফটক ক্লাব। আগামী ১ ও ২ জুন এই টুর্নামেন্ট হতে চলেছে। এই খেলায় অংশগ্রহণ করতে চলেছেন শহরের পুজো সম্পর্কিত মানুষ। যাদের হাত ধরে কলকাতার দুর্গা পুজো এক অন্য মাত্রা পেয়েছে। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘ফুটবলে- দশভূজা ২’। গত বছর থেকে এই বিশেষ ফুটবল টুর্নামেন্টটি শুরু করে বেহালা দেবদারু ফটক ক্লাব। সম্পূর্ণ টুর্নামেন্টটি হবে ৫টি দলের মধ্যে। ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে যুক্ত প্রায় ৩০০-র বেশি পুজো ক্লাবকে ৫টি জোন অনুযায়ী ভাগ করে এই দল তৈরী করা হয়েছে। সাউথ রকার্স, ইস্ট ডায়নামো, বেহালা ব্লাস্টার্স, কসবা ইউনাইটেড, বি ডি এফ ভেটেরানস নামেই ভাগ করা হয়েছে ৫ দলকে। অন্যদিকে, এফ এফ ডি ভেটেরানস, মিডিয়া চ্যালেঞ্জার্স এবং আর্টিস্ট ওয়ারিওর্স-দের মধ্যেও একটি ম্যাচ থাকছে। এই টুর্নামেন্টে একটি বিশেষ মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আর্য সমিতি পার্কে বেহালা দেবদারু ফটকের পুজো প্রাঙ্গণে।