কলকাতা

ব্যালট ফেরানো আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজ ঠাকরে

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ  ইভিএমে নয় ব্যালট চাই। এই দাবি নিয়ে লোকসভা নির্বাচনের আগে থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই দাবিকে সমর্থন জানিয়ে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার জন্য সঙ্গী হতে চেয়ে মমতা বন্দোপাধ্যায়কে পাশে নিয়ে হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে। সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে আজ নবান্নে এসেছিলেন তিনি ৷ গতকালই শহরে পা রেখেছিলেন রাজ ঠাকরে। কথা ছিল বিকেল ৩টে নাগাদ হবে তাঁদের বৈঠক। যদিও পরে বেশ কিছুটা পরিবর্তন আনতে হয় বৈঠকের সময়ে। টানা বৈঠক সেরে মমতাকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ঠাকরে। তারপর তিনি বলেন, ইভিএমে নয় ব্যালট চাই এই আন্দোলনে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা

বন্দ্যোপাধ্যায় ৷ রাজ ঠাকরে সাফ জানালেন, গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে একসঙ্গে লড়বেন তাঁরা। তিনি এও বলেন, “ইভিএম নিয়ে সবার মধ্যেই একটা আশঙ্কা তৈরি হয়েছে। সমস্ত উন্নত দেশ ইভিএম ছেড়ে ব্যালটে ভোট করানোর পক্ষে হেঁটেছে। আমাদেরও সেই পথেই হাঁটা উচিত। গণতন্ত্রকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করা উচিত।” তিনি আরও বলেন, “মহারাষ্ট্রে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলাম ব্যালটে ভোট করাতে। কিন্তু, পরিস্থিতি যা হচ্ছে তা একদমই ঠিক না । দেশে প্রায় ৩৭০ টি কেন্দ্রে ইভিএম নিয়ে সমস্যা হয়েছে । যখন সব উন্নত দেশগুলিতে ইভিএম বন্ধ করে দিয়েছে তখন ভারতে এটা কেন চালানো হচ্ছে?” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ব্যালটের দাবিতে ২১ জুলাই সভা করেছি আমরা। ২১ আগস্ট মুম্বইতে একই রকমের সভা করবে রাজ ঠাকরের দল। এখানে আসার আগে রাজ ঠাকরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্‍ করেছেন। আজ আমার সঙ্গে দেখা করলেন। আমরা সবাই ইভিএম নয়, ব্যালট চাই।” এই ইস্যুতে যে আগামিদিনে আন্দোলন আরও জোরদার হবে বলে সেই ইঙ্গিতও দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।