দেশ

ভাসছে বাণিজ্য নগরী, বিপর্যস্ত রেল পরিষেবা

মুম্বইঃ ভাসছে বাণিজ্য নগরী মুম্বই, ব্যাহত স্বাভাবিক জনজীবন। রবিবার সারা রাত মোট ৩৬১ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে। আজ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে এক ঘণ্টায় মুম্বই ডিভিশনের পালঘরে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় ঠাণের বেলাপুরে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্ধেরি, কুরলা, সান্টা ক্রুজ, বান্দ্রা, চার্নি রোড, বিকেসি সহ মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তা ডুবে যাওয়ায় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছে। রেললাইন জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত মুম্বইয়ের প্রাণকেন্দ্র বলে পরিচিত রেল পরিষেবা। পশ্চিম রেল ১৫টি লোকাল ট্রেন বাতিল করেছে। পালঘর

ভাসছে বাণিজ্য নগরী

থেকে ছাড়া ট্রেনগুলির গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার করা হয়েছে। ঝোড়ো হাওয়ায় মেরিন লাইন্সে ওভার হেড তারের উপর নির্মাণকাজের জন্য তৈরি বাঁশের মাচা ভেঙে পড়ে চার্চগেট-মেরিন লাইন্স শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে। তবে চার্চগেট-মুম্বই সেন্ট্রাল শাখা চালু আছে। জোরকদমে চলছে রেললাইন সাফাইয়ের কাজ। পালঘরে ভারী বৃষ্টির জন্য বহু লোকাল ট্রেন বাতিল হয়েছে।মধ্য রেলের তরফে যাত্রীদের আশ্বাস দিয়ে জানানো হয়েছে, মধ্য রেলের মূল শাখার সব লাইনই সকাল ১০টার পর থেকে খুলে দেওয়া হয়েছে।