কলকাতা

ভাড়াটেদের পুনর্বাসন নিশ্চিত না করে পুনর্নির্মাণ চলবে না, জানালেন মেয়র

অতিরিক্ত বিপজ্জনক বাড়ির তালিকা তৈরি করা হবে। ভেঙে দেওয়া হবে এসব বিপজ্জনক বাড়ি। পুরনো ভাড়াটেদের কলকাতা পুরসভা থেকে দেওয়া হবে শংসাপত্র। ওখানে পুনর্নির্মাণের ক্ষেত্রে ভাড়াটেদের জায়গা সুনিশ্চিত করলে তবেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে। শনিবার পুরসভার মাসিক অধিবেশনে একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অধিবেশনে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বিপজ্জনক বাড়িগুলি নিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এপ্রসঙ্গে মেয়র জানান, ভেঙে পড়তে পারে এমন খুব বিপজ্জনক বাড়ির তালিকা তৈরি করা হবে বর্ষার আগে। বরো আধিকারিক ও কাউন্সিলরদের নিজের এলাকায় ঘুরে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। বিল্ডিং দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ করতে। এক সপ্তাহের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে। তালিকা অনুযায়ী এসব বাড়ির মালিকদের প্রথমে ওই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে। ভাড়াটেদের অন্যত্র থাকার বন্দোবস্ত করে দিতে হবে। যদি বাড়িওয়ালা এক সপ্তাহের মধ্যে তা না করেন, তাহলে পুরসভার অ্যাসেসমেন্ট রেকর্ডে তাঁদের নাম নথিভুক্ত করা হবে এবং ভাড়াটেদের শংসাপত্র দেওয়া হবে। যেখানে উল্লেখ করা থাকবে ওই ব্যক্তি বাড়ির পুরনো বাসিন্দা। বাড়ির মালিক বা প্রোমোটারকে নতুন করে বাড়ি তৈরির ক্ষেত্রে ভাড়াটেদের জায়গা সুনির্দিষ্ট করে দিতে হবে। ভাড়াটেদের পুনর্বাসন না দিলে পুরসভা অনুমোদন দেবে না। ভাড়াটেদের মধ্যে যাঁদের অন্যত্র কোথাও যাওয়ার জায়গা নেই তাঁদের জন্য পুরসভা থেকে প্রাথমিক একটা থাকার জায়গা করে দেবে। কারণ বর্ষায় বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। প্রাণহানি হতে পারে। তাই দ্রুত এ নিয়ে কাজ করতে হবে।