জেলা

ভিডিও ভাইরাল কাণ্ডে উপাচার্যের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ বিশ্বভারতীতে

উপাচার্যের পদত্যাগের দাবি করে ভিডিও কাণ্ডে ঘোষণা মতো সোমবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি করলেন পড়ুয়ারা। তবে এদিন পড়ুয়াদের মিছিল করার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে শান্তিনিকেতনে উপাসনা মন্দিরের সামনে বিক্ষোভ-সমাবেশ করা হয়। সেখানেই মাটিতে পোস্টার রেখে রবীন্দ্র সঙ্গীত গেয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ফলে কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে এদিন ফের প্রতিবাদে গর্জে ওঠে। অন্যদিকে, এদিনই বিশ্বভারতীর তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে কর্তৃপক্ষ নজরদারির জন্য সিসি টিভি লাগিয়েছে। পাশাপাশি পড়ুয়াদের মিছিল শুরুর আগেই সেন্ট্রাল অফিসকে নো-ডিস্টার্ব জোন বলে ঘোষণা করা হয়েছে। এদিন বিকেলে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি নোটিস জারি করা হয়। ওই নোটিসে বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সহ সেন্ট্রাল লাইব্রেরি, অ্যাকাডেমিক ও রিসার্চ সেকশনকে নো ডিস্টার্ব জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই স্থানগুলির সামনে কোনওভাবে জমায়েত, মিছিল বা বিক্ষোভ করা যাবে না বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। তাই নির্দেশ পালনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রত্যেকের কাছে সাহায্য চেয়েছে। বিশ্বভারতীর ভবন, বিভাগ, ডিপার্টমেন্ট, সেকশন প্রত্যেক স্তরের ডিরেক্টর, অধ্যক্ষ, প্রোক্টর ও প্রধান সহ পড়ুয়াদের উদ্দেশে এই নোটিস জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের এই ঘোষণায় বিশ্বভারতীতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষোভকারী পড়ুয়ারাও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।