মধ্যপ্রদেশের পর এবার বেঙ্গালুরু। সচেতনতার প্রচার করতে গিয়ে আক্রান্ত হলেন এক আশা কর্মী। তাঁর অভিযোগ, বেঙ্গালুরুর সাদিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন। সেইসময় একটি মসজিদ থেকে লাউডস্পিকারে তাঁদের (স্বাস্থ্যকর্মী) বিরুদ্ধে প্রচার করা হয় বলে অভিযোগ ওই আশাকর্মীর। এরপরই ওই এলাকার বাসিন্দারা স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হয়। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধর করা হয়। ফোন কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্তদের কড়ার শাস্তির দাবি জানিয়েছেন ওই মহিলা আশাকর্মী। তদন্তে শুরু করেছে পুলিশ।