দেশ

মার্চ মাসেই বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

আগামী মার্চ মাসেই দেনার ভারে জর্জরিত রাষ্ট্রায়ত্ত দুই কোম্পানি এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল বিক্রি করে দিতে পারে সরকার। একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাত্‍কারে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, ‘‌আমরা চাইছি দুটোই যেন এবছরের মধ্যে হয়ে যায়। আসল সত্যিটা ক্রমে স্পষ্ট হবে।’‌ ৫৮০০০০ কোটি টাকা দেনার ভারে ঝুঁকে পড়া এয়ার ইন্ডিয়াকে কিনতে অনেক কোম্পানি ইচ্ছুক বলে জানিয়েছেন সীতারমণ। এই মাসের শুরুতেই কোম্পানির চেয়ারম্যান অনিল লোহানি কর্মীদের খোলা চিঠিতে বলেছিলেন বিলগ্নীকরণের ফলে কোম্পানির ভালোই হবে।