মালদায় লোকসভা নির্বাচনে ভালো ফলের আশায় কংগ্রেসের মৌসম নুরকে দলে এনে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । দক্ষিণ মালদাতেও হারের খরা কাটেনি তৃণমূলের । জেলায় এই ফলাফলের জন্য প্রকাশ্য সভা থেকে দলীয় কোন্দলকেই দায়ি করলেন তৃণমূল সুপ্রিমো ৷ আজ ছোটো সুজাপুরের কর্মীসভা থেকে তিনি বলেন, ‘‘মৌসমের নির্বাচনী সভায় লাখ লাখ লোক হলেও ভোটের সময় তার উলটো ছবি দেখা গিয়েছে ৷ ভোট কোনদিকে চলে যাচ্ছে তা আমি জানি ৷’’ কারণটা যে আমি কিছু জানি না, তা নয় ৷ কিছু কিছু জানি ৷ এতদিন ধরে রাজনীতি করছি ৷ আর এই কারণটুকু জানব না, তা কী কখনও হয়? আমি ইচ্ছে করলে ১০ জন নেতার সঙ্গে বৈঠক করতে পারতাম ৷ কিন্তু যতদিন পর্যন্ত মালদা পুনরুদ্ধার না হচ্ছে, ততদিন তা করব না ৷ আজ আমি এখানকার নেতাদের কিছু দায়িত্ব দিয়ে যাব ৷ আপনারা তা দয়া করে পালন করবেন ৷ কলকাতা থেকে নেতারা আসবেন, আর আপনাকে ইন্ধন জোগাবেন? অন্য জেলায় তো সেটা হয় না ৷ মুর্শিদাবাদ পর্যন্ত আমাদের হয়েছে ৷ তাহলে মালদা কেন হবে না? লোকসভা ভোটে হিন্দু আর মুসলিম আসন ভাগাভাগি হল ৷ মৌসমও তো মুসলমান ছিল? ও কেন জিতল না? আমাদের সঙ্গে সব ধর্মের মানুষ আছে ৷ এখানে একজনের দ্বারা হবে না ৷ এখানে সবাইকে নিয়ে দায়িত্ব ভাগ করে কাজ করতে হবে ৷ তা না হলে হবে না ৷ সবাইকে তা শুনতে হবে ৷’’