বুধবার বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটে ধুন্ধুমার কাণ্ড ঘটে মালদহের সুজাপুরে। বুধবার দিনভর সংঘর্ষে উত্তাল হয় সুজাপুর। একের পর এক গাড়িতে ভাঙচুর করে আগুন ধারিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলে ধর্মঘটীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানো গ্যাসের শেল। পুলিসের গাড়িতে হামলা সহ আগুন সংযোগ করার ভিডিয়ো ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। আটক করা হচ্ছে তাঁদের। রাতভর খানাতল্লাশির পর হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মালদা কালিয়াচক থানার পুলিশ গ্রেফতার করেছে ৭ জনকে। আটক করা হয়েছে আরও ৫ জনকে। হামলার ঘটনায় যারাই যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রকাশ্যে আসে একটি ভিডিও। পুলিশের পোশাকে লাঠি দিয়ে গাড়ি কাঁচ ভাঙতে দেখা যায় কয়েকজনকে। পরে সেই ফুটেজের সত্যতা স্বীকার করে নেন মালদার পুলিস সুপার। এর পাশাপাশি পুলিসকর্মীদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সুজাপুরের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।