দেশ

মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর জায়গা পেলেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে

ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর জায়গা পেলেন একেবারে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ২১ সদস্যের ওই কমিটিতে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞার জায়গা পাওয়াতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) অভিযুক্ত তিনি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এই মুহূর্তে জামিনে রয়েছেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে হারিয়ে ভোপাল থেকে সাংসদ হন প্রজ্ঞা ঠাকুর।