আলি আব্বাসের উচিত ছিল তাঁদের এই বিষয়ে জানানো।’কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আলি আব্বাস জাফর ‘মিস্টার ইন্ডিয়া’-র রিমেক নিয়ে ট্যুইট করেন। তিনি বলেছেন, ‘জি স্টুডিয়োর সঙ্গে কাজ করতে চলেছি। ‘মিস্টার ইন্ডিয়া’-কে আরও একবার বড়পর্দায় তুলে ধরা হচ্ছে। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। এখন আমরা চিত্রনাট্যের ওপর কাজ করছি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে শীঘ্রই আমরা অভিনেতাদের নাম ঘোষণা করব।’ তবে ঘোষণার পরদিন থেকে আক্রমণের শিকার হতে থাকেন আলি আব্বাস। অনিল কন্যা সোনাম কাপুর আহুজা আলিকে আক্রমণ করে কার্যত সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, ‘অনেকেই আমাকে ‘মিস্টার ইন্ডিয়া’-র রিমেকের কথা বলছেন। সত্যি বলতে, আমি এই বিষয়ে কিছুই জানি না। এমনকি আমার বাবাও জানেন না যে এই ছবির রিমেকের কথা। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিমেকের কথা জানতে পারি। এটা সত্যি খুব অপমানজনক। যদি এই বিষয়টা সত্যি হয়, তাহলে একবার অন্তত আমার বাবা এবং শেখর কাকুর সঙ্গে কথা বলা উচিত ছিল। এঁরা দু’জন ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন।’ অভিনেত্রী আরও লেখেন, ‘এটা দুঃখের কারণ ছবিটা মন থেকে ও কষ্ট করে তৈরি করা। ছবিটার সঙ্গে বাবার আবেগ জড়িয়ে রয়েছে। ঘোষণা করা বা ছবিটা তৈরি হচ্ছে এর থেকেও বড় বিষয় ছবিটা বাবার কেরিয়ারের মাইলস্টোন। আশা করা উচিত যে কারও কাজের সম্মান ও অবদান রাখাটা জরুরি, ঠিক যতটা বক্স অফিস প্রয়োজনীয়।’ ‘মিস্টার ইন্ডিয়া’-র পরিচালক শেখর কাপুর জানান, ‘এই বিষয়ে আমরা কিছুই জানি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। মিস্টার ইন্ডিয়া ২-এর বিষয়ে কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধটুকুও করল না। আমি শুধু এটাই বলতে পারি তাঁরা শুধু শিরোনামে থাকার জন্য এমনটি করেছেন। তবে তাঁরা কিন্তু চরিত্র, গল্প কোনও কিছুই আমার অনুমতি ছাড়া করতে পারবে না।’ রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুরও, সোনমের কথার সঙ্গে সহমত। সোনমের পোস্ট শেয়ার করে রিয়া লেখেন, ‘কিছু জিনিস টাকা-পয়সা, লক্ষ্য, পেপারওয়ার্ক, সেমেন্টিকসের ঊর্দ্ধে। কিছু জিনিস আগলে রাখা প্রয়োজন।’