কলকাতা

যতদিন বাংলায় মমতা রয়েছেন ততদিন কোনও এনআরসি হবে না: ফিরহাদ

কলকাতা:  অসমের মত এ রাজ্যেও জারি হতে চলেছে এনআরসি৷ এমনকী রেশন কার্ড সংশোধন না করলে সেই ব্যক্তিকে বিদেশি বলে গণ্য করা হবে৷ এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক গ্রাস করেছে গোটা বাংলাকে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে গুজব ছড়িয়েছে যে রেশন কার্ডে সংশোধনী না আনলে যে কোনও ব্যক্তিকে অনাগত অভিবাসী বলে গণ্য করা হবে৷ এই অবস্থায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এনআরসি নিয়ে বাংলাতে আতঙ্কের কোনও কারণ নেই বলে ফের একবার পরিস্কার জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গোটা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ছড়িয়েছে এনআরসি আতঙ্ক। সকাল থেকে কলকাতা পুরসভায় লম্বা লাইন। এনআরসি’ লাঘু হতে পারে, এই আতঙ্কে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন পুরসভার বাইরে। কেউ জন্ম শংসাপত্র তুলতে এসেছেন কেউ আবার পশ্চিমবঙ্গেরই নাগরিক হিসাবে নিজের প্রমাণ রাখতে প্রয়োজনীয় তথ্য তুলছেন। রীতিমত সকাল থেকে সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয় পুরসভার কর্মীদের।এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন বাংলায় কোনও এনআরসি হবে না। শুধুমাত্র আতঙ্ক তৈরি করতেই বিজেপি নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বলে অভিযোগ মেয়রের। একই সঙ্গে তিনি রাজ্যের মানুষকে আশ্বাস করে জানিয়েছেন, যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এখানে কোনও এনআরসি হবে না।তবে প্রয়োজনীয় তথ্য তুলে রাখার কথাও জানিয়েছেন মহানাগরিক। তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য সবসময় নিজেদের কাছে রাখা প্রয়োজন। আর তা কোনওভাবে হারিয়ে গেলে অবশ্যই পুলিশে ডায়েরি করে ডুপ্লিকেট কপি তুলে রাখাটা দরকার। সেক্ষেত্রে পুরসভা সবরকম সাহায্য করবে বলে আশ্বাস রাজ্যের মন্ত্রীর।তবে শুধুমাত্র এনআরসি আতঙ্কে অযথা পুরসভায় ভিড় জমানোর দরকার নেই বলেই জানিয়েছেন ফিরহাদ।