পশ্চিম মেদিনীপুর: আবার খবরের শিরোনামে কেশপুর। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুরের মাটি। বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ এমনটাই। ঘটনায় আহত হয়েছেন পাঁচজন তৃণমূল কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেশপুর ট্যাবাগেড়া বাজার এলাকায়।অভিযোগ,ওইদিন বিকেলে কেশপুর থানার ট্যাবাগেড়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েক জন তৃণমূল কর্মী। ওই সময় বিজেপির মিছিল থেকে হঠাৎই তাদের উপর হামলা চালানো হয়। লাঠি, বাঁশ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। অতর্কিত হামলার ঘটনায় আহত হয় পাঁচ তৃণমূল কর্মী।তাদের মধ্যে দুজনকে কেশপুর ও বাকি তিনজনকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান জানান, হামলার ঘটনায় কেশপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে দলের তরফে। যদিও তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস।তিনি জানান, কাটমানি নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় বিজেপির কেউ যুক্ত নেই। আগেও বহুবার রাজনৈতিক হিংসা হানাহানিতে নাম জড়াই কেশপুরের। এদিনের ঘটনায় ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কেশপুরে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যে কোনওরকম উত্তেজনার পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে এলাকার পুলিশি টহলদারি।