কলকাতাঃ রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি, বেকার সমস্যা নিয়ে গণতন্ত্র বাঁচাও মিছিল করল তৃণমূল । এদিন কলকাতার উত্তর ও দক্ষিণে দুটি মিছিল করল তৃণমূল। দক্ষিণ কলকাতায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হয়। অন্যদিকে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত আরেকটি প্রতিবাদ মিছিল হয়, সেই মিছিলে পা মেলান বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, স্মিতা বক্সি, পরেশ পাল। কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে পোস্টার ও ব্যানার ছাড়াও গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা নিয়ে হাটেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলেন, সাংসদে বিজেপির ৩০০ সদস্য থাকলেও তৃণমূলের ২২ জনই তার মোকাবিলা করতে সক্ষম। জনবিরোধী কোনও ইস্যুতে তৃণমূল বিজেপিকে ছেড়ে কথা বলবে না। বাংলা জুড়ে যেমন প্রতিবাদ আন্দোলন হবে তেমনই প্রয়োজন পড়লে দিল্লিতেও ধরনা চলবে।