রেল পুলিসের অভিযানে গ্রেফতার হলেন ১,৩৭১ জন পানীয়জল বিক্রেতা। বাজেয়াপ্ত হল ৬৯,২৯৪টি ভুয়ো পানীয়জলের বোতল। রেল পুলিস জানিয়েছে, অপারেশন থার্স্ট নামে দুই দিনের অভিযানে স্টেশন ও ট্রেনে বিক্রি হওয়া বেআইনি মিনারেল ওয়াটারের বোতল বিক্রি রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল স্টেশনগুলিতে বেআইনি মিনারেল ওয়াটার বিক্রি নতুন কিছু নয়। বিভিন্ন সংস্থার নামে বোতলে জল ভরে বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা। এর পাশাপাশি বিভিন্ন ভুঁইফোড় সংস্থার মিনারেল ওয়াটারও বিক্রি হয় রেলে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমন সমস্যা। সমস্যার মোকাবিলায় কড়া পদক্ষেপ করল রেল পুলিস। ৮ ও ৯ জুলাই, হঠাত্ করে দেশজুড়ে স্টেশনগুলিতে অভিযান চালায় রেল পুলিশ। দেশের প্রতিটি বড় স্টেশনের স্টলগুলিতে তল্লাশি চালায় রেল পুলিস।