কলকাতা : রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) র তলব। তার বাড়িতে নোটিস দিয়ে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ইডি দফতরে হাজির হতে। এই বিষয়ে শুভ্রা কুণ্ডুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইডি সূত্রে খবর, শুভ্রা কুন্ডুদের অলংকার বিপণির টাকার হিসেবে গড়মিল ধরা পড়েছে। সেখানে ১১০ কোটি টাকার হিসেব মিলছে না। ওই বিপুল পরিমাণ টাকার কি হলো, তা জানতে চায় ইডি। তাই তাকে বৃহস্পতিবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কিছুদিন আগেও তাকে তলব করা হয়েছিল কিন্তু শুভ্রা কুণ্ডু আসেননি।এছাড়া রোজভ্যালিকান্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)৷ শুভ্রা কুণ্ডুকে জিঞ্জাসাবাদ করে তারও উত্তর খোঁজার চেষ্টা করবে ইডির তদন্তকারী অফিসাররা।যদিও বহুদিন আগে রোজভ্যালি কাণ্ডে প্রধান অভিযুক্ত গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে জিঞ্জাসাবাদ করেছিল ইডি৷ সেবার তিনি সন্ধেবেলা সল্টলেকের ইডি দফতরে বোরখা পড়ে হাজিরা দেন৷ তাঁকে টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেন তদন্তকারী অফিসারেরা৷