কলকাতা

শঙ্খ-সলমনকে ডিলিট দিচ্ছে যাদবপুর

কলকাতা: শুক্রবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান আচার্য জগদীপ ধনকর। এদিন বেনজিরভাবে বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ যোগ দিতে তিনি আসেন তিনি। কাদের ডিলিট, ডিএসসি দেওয়া হবে তাই নিয়েই হয় এদিনের কোর্ট মিটিং।সমাবর্তনে কারা ডিলিট, ডিএসসি পাবেন তাঁদের নাম ঠিক করা নিয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতের বিরোধ হয় রাজ্যপালের। সূত্রের খবর, কর্তৃপক্ষের তৈরি তালিকা নিয়ে নিজের মত জানাননি রাজ্যপাল। রাজভবনে গিয়ে আচার্য জগদীপ ধনকর নিজের পছন্দের তালিকা পেশ করতে পারেন বলে শোনা যায়। কিন্তু অধ্যাপকরা দাবি করেন, রাজ্যপাল যাতে বৈঠকেই নিজের মত জানান। পরে কর্তৃপক্ষ মনোনীত ৪টি নামেই সম্মতি জানান তিনি।সমাবর্তন অনুষ্ঠানে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্মানিক ডিলিট দেবে বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দারকে। সাম্মানিক ডিএসসি পাচ্ছেন ভারতরত্ন প্রাপ্ত সিএনআর রাও এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাদের ডিলিট ও ডিএসসি দেবে তা নিয়ে মতবিরোধ হয় আচার্যের। তালিকা পেশ করে একটি নামে আপত্তি জানান আচার্য। তিনি বলেন, এ বিষয়ে আরও আলোচনা হওয়া দরকার। এত কম সময়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে সমস্যার থেকে মুক্তি পেতে ওই নাম নিয়ে ভোটাভুটি হয় বলে সূত্রের খবর। এরপরই জানা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নামগুলি প্রস্তাব করেছিল সেগুলিই যাচ্ছে রাজভবনে।