হক জাফর ইমাম, মালদা: মালদা ইংরেজবাজার শহরকে আবর্জনা মুক্ত দূষণমুক্ত ও যানজট মুক্ত করার দাবিতে ধিক্কার মিছিল করল মালদা জেলা সি পি আই এম এর পক্ষ থেকে। এই দিনের ধিক্কার মিছিলে তারা বলেন ,গত কয়েক বছরে মালদা জেলার ইংলিশ বাজার শহর আবর্জনা দূষণ ও যানজট সমস্যা বেড়ে চলেছ। প্রায় শতাধিক কর্মী এদিন দাবি নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ইংলিশ বাজার এরিয়া কমিটির সম্পাদক তুষার গোস্বামী সিপিআই এমের জেলাসম্পাদক অম্বর মিত্র সিপিআইএমের জেলা কমেটির সদস্য নুরুল ইসলাম ও সম্পাদক মন্ডলির সদস্য কৌশিক মিশ্র প্রমুখো।তুষার বাবু জানান পৌরসভা বর্তমানে আবর্জনা ভরে গেছে। সাধারণ মানুষের বসবাস অনুপযুক্ত হয়ে পড়েছে। এর ফলে যেমন দুষন বেড়েছে তেমনি সংক্রামক ব্যাধি ও বাড়ছে। গত চার বছরে মানুষকে পানীয় জলের ব্যবস্থা প্রতিশ্রুতি দিয়েও তা দিতে পারেনি তাছাড়া যানজট সমস্যা প্রতি দিন বেড়ে চলেছে ।আমরা আমাদের দলের পক্ষ থেকে আজ ধিক্কার মিছিল করে পৌরসভার পৌর দিকে এই সমস্যাগুলি সমাধানের দাবি জানায়। তুষার বাবু আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে সি পি আই এম এক মাস ব্যাপি বৃহত্তর আন্দলনে যাবে বলে জানিয়েছেন ।