কলকাতা: পুজোর মুখেই কলকাতায় ভয়াবহ আগুন৷ আগুন লেগেছে খিদিরপুর ফ্যান্সি মার্কেটে৷ ঘটনাস্থলেই পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানান, মনে করা হচ্ছে আগুন শর্ট সার্কিটের কারণে হয়েছে৷স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আগুন লাগে ফ্যান্সি মার্কেটের একটি রেস্তোরাঁয়৷পাঁচতলা বিল্ডিংয়ে রয়েছে ওই রেস্তোরাঁটি৷ তার পাশেই একটি বড়সড় পোশাকের গোডাউন রয়েছে৷ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন৷ দমকল কর্মীরা মার্কেট খালি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান কলকাতার মেয়র৷ তিনি সংবাদমাধ্যমকে জানান, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে৷ তিনি আরও বলেন, খুব জলদি আগুন নিয়ন্ত্রণে আসার ফলে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি৷ তবে আগুন ছড়িয়ে পড়লে আরও মারাত্বক অবস্থা হতে পারত৷ কারণ, এখানে প্রচুর কাপড়ের দোকান রয়েছে৷ সেখানে প্রচুর ছেলের দোকান আছে৷