কলকাতা

শহরের ভাগ্যে ​বৃষ্টি নেই, বাড়বে গরম

কলকাতাঃ শহরের ভাগ্যে আপাতত বৃষ্টি নেই। উলটে গরম বৃদ্ধি পাবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ভাদ্র মাসের বেশিরভাগ সময়েই বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে শেষবেলায় এসে আর বৃষ্টি দিল না বর্ষা। আগামী কয়েকদিন শহরে বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার দুপুরের দিকে একচোট বৃষ্টি হয়েছে শহরে। তবে এই বৃষ্টি নিয়ে আশায় বুক বাঁধার কোনও ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়াবিদরা।গত কয়েকদিন সেভাবে বৃষ্টির মুখ দেখেনি শহর কলকাতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন  সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৩ শতাংশ।বিশ্বকর্মা পুজোর দিন সামান্য হলেও বৃষ্টিতে ভিজল কলকাতা। দুপুরে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হয় বুধবার।এর পাশাপাশি, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও বিশ্বকর্মা পুজোর দিন সামান্য থেকে মাঝারি বৃষ্টিও হয়।