দেশ

শিবসেনা-পাওয়ার বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে

সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল শিবসেনা। সঙ্গে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী তো আমাদেরই হবে। বিজেপিকে এভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে শিবসেনা তা ভাবতেও পারেনি গেরুয়া শিবির। ৫০-৫০ ফর্মুলায় রাজ্য সরকার গঠনের দাবিতে অনড় শিবসেনা। সরকার গড়া নিয়ে দুই শরিকের টানাপোড়নের মধ্যেই শিবসেনার নেতা সঞ্জয় রাউথ এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে জল্পনা বাড়িয়েছেন। শিবসেনা বৃহস্পতিবারও জোর দিয়ে জানিয়েছে, তারা তাদের দাবি থেকে বিন্দুমাত্র সরছে না। বরং বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে তারা বলেছে, শরিকদের ছুঁড়ে ফেলাই বিজেপির নীতি। পাওয়ারের সঙ্গে বৈঠককে নিছকই সৌজন্যের বলে শিবসেনা দাবি করলেও বিকল্প জোটের সম্ভাবনা নিয়েও চর্চা চলছে। ইতিমধ্যেই একনাথ সিন্ধেকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে শিবসেনা। আপাতত আদিত্য ঠাকরে বিধানসভা এবং মন্ত্রিসভায় শিক্ষানবিশ থাকছেন। তারপরই নিজেদের বিধায়কদের নিয়ে আদত্য রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা ১৩ জন নির্দল বিধয়াকের সমর্থন তাদের সঙ্গে রয়েছে বলেও দাবি করেছে। এনসিপি পেয়েছে ৫৪টি, কংগ্রেস ৪৪টি। বৃহস্পতিবার কংগ্রেসের নেতারাও দেখা করেছেন শরদ পাওয়ারের সঙ্গে।