ঝাড়গ্রাম: সরকারি গোডাউনের শাটার ভেঙে বস্তা বস্তা চাল সাবাড় করে দিল দলছুট এক হাতি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল রাত ১১ টা নাগাদ গোডাউন এর শাটার ভাঙার শব্দ শুনতে পাই গ্রামবাসীরা । হাতির ভয়ে কেউ বাধা দেয়ার চেষ্টা করেনি সেই অবস্থায় । এদিন সকালে গ্রামবাসীরা গিয়ে দেখেন গোডাউনের পাঁচিলের গেট ভেঙে ঢুকেছে । তারপর গোডাউনের সাটার ভেঙে তিন থেকে চার বস্তা চাল খেয়ে সাবাড় করে দেই দাঁতাল হাতি । ঘটনার খবর পেয়ে বনদপ্তর কর্মীরা ও গো ডাউন সুপার ঘটনাস্থলে যায় । গতকাল রাত্রে গোডাউনের শাটার ভেঙে বস্তা বস্তা চাল সাবাড় করেছে হাতি । তাই বাড়তি সর্তকতা নিচ্ছে গোডাউন কর্তৃপক্ষ । গোডাউনে মজুদ থাকা প্রায় পাঁচ হাজার বস্তা চাল আজি অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে ও ডিস্ট্রিবিউট করা হচ্ছে । যাতে এই শাটার ভাঙ্গা অবস্থায় পুনরায় হাতি এলে আর যেন না চালের ক্ষয় ক্ষতি করে ।