কলকাতা

সল্টলেকের বৈশাখী মলে ভয়াবহ আগুন

কলকাতা: পঞ্চমীর দিন বিকালে ভয়াবহ আগুন লাগল সল্টলেকের এএমপি বৈশাখী মলে৷  ইতিমধ্যে সেখানে পৌছে গিয়েছে দমকলের ন’টি ইঞ্জিন৷ চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷বৈশাখী মোড়ের কাছে অবস্থিত এই মলের বেসমেন্টে বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ আগুন ক্রমশ উপরে উঠতে শুরু করে৷ গোটা মল কালো ধোয়ায় ভরে যায়৷ মলের কর্মীরাই দমকলকে খবর দেয়৷আগুন লাগার পরই মলে উপস্থিত সব মানুষকে তাড়াতাড়ি বাইরে বের করে আনা হয়৷ দ্রুত মল খালি করে দেওয়ার পর শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ এদিকে আগুনের কারণে বেসমেন্ট কালো ধোয়ায় ঢেকে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের৷দমকলের চিন্তা বাড়িয়েছে বেসমেন্টে থাকা গাড়ি৷ বেসমেন্টে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা৷ অনুমান, সেখানে ৫০টির বেশি গাড়ি রয়েছে৷ সেই গাড়িগুলো আগুন লাগলে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে সেকথা চিন্তা করেই শিউরে উঠছেন স্থানীয়রা৷ কালো ধোয়ার কারণে এখনও বেসমেন্ট অবধি পৌঁছতেই পারেনি দমকল৷ মাঝে মাঝে নীচ থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে৷ সব মিলিয়ে পঞ্চমীর বিকেলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বৈশাখী মোড়ে৷