বিনোদন

 ‘সাঁঝবাতি’-র টিজার মুক্তি

এক অন্যরকম সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘সাঁঝবাতি’। পরিচালক লীনার ভাষায়, সম্পর্কের ভাঙাগড়ার গল্প দেখা যাবে ‘সাঁঝবাতি’ ছবিতে। সেই কারণেই ছবির শীর্ষক একটু অন্যধরনের- ‘এক ছক ভাঙা সম্পর্ক’। বাস্তব ঘটনার মিশেলে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। ছবির টিজারেই গল্পের কিছুটা আঁচ পাওয়া গেল।টিজার শুরু হয়েছে এক বৃদ্ধের গল্প দিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একাকী এই বৃদ্ধের সঙ্গী এক যুবক। এই চরিত্রে দেখা যাবে দেবকে। নিজের ছেলে নয়। কিন্তু নিজের ছেলের থেকেও বেশি কাছের। নিজের সন্তান যখন দূরে, তখন এই অনাত্মীয় যুবকই হয়ে উঠেছে বৃদ্ধের কাছের মানুষ। বৃদ্ধকে দেখভালের দায়িত্বও সেই সামলায়। নিজের সন্তানদের থেকেও তাই বৃদ্ধের কাছে সেই প্রিয়। এরপর টিজারে পরিচয় করানো হয়েছে এক বৃদ্ধার সঙ্গে। তার সন্তানরাও দূরে থাকে। সর্বক্ষণের জন্য একটি মেয়ে রয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। এই চারটি চরিত্রকেই কেন্দ্র করে এগিয়েছে ‘সাঁঝবাতি’র গল্প। এছাড়া ছবিতে দেব ও পাওলির মধ্যেও একটি রসায়ন উঠে এসেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার।  কেরিয়ারের চাপে এখন বাবা-মাকে সময় দেওয়ার সুযোগই পায় না ছেলেমেয়েরা। চাকরির কারণে বাবা-মাকে ছেড়ে কখনও চলে যেতে হয় অন্য শহরে,  আবার কখনও বিদেশে। তখন সেই বৃদ্ধ বাবা-মায়ের কী হয়, এমন গল্পই উঠে এসেছে ‘সাঁঝবাতি’ ছবিতে। টিজারেই পরিচালক জানিয়ে দিয়েছেন এটি অভিমানের গল্প। বড়দিনের সময়ে ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে টিজারে।