দেশ

সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ

জম্মুর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের আইজি এন এস জামওয়াল জানিয়েছেন, আর্নিয়া বেল্টের ফরোয়ার্ড পোস্টের কাছে ওই ড্রোনটিকে গুলি করে নামানো হয়। তবে ওই ড্রোনটিতে ক্যামেরা ছিল না। কী কারণে সেটি উড়ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত এলাকায় একটি পাক ড্রোনকে নামাতে গুলি চালিয়েছিল বিএসএফ।