দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গেই শপথ নিয়েছিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও ২৪ জন রাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে, মোদিকে নিয়ে মোট ৫৮ জন শপথ নিয়েছিলেন। কেন্দ্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। রাজনাথ সিং হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন। বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। রেলমন্ত্রী হলেন পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকছে কর্মী, জনঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি, মহাকাশ, এবং বন্ঠিত হয়নি এমন সব মন্ত্রকের দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রকে সেই হর্ষবর্ধনই। তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরই। পেট্রোলিয়াম মন্ত্রী থাকছেন ধর্মেন্দ্র প্রধান। সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। নিতিন গডকরি সড়ক পরিবহন, হাইওয়ে ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মহিলা ও শিশু কল্যাণ এবং বস্ত্রমন্ত্রকে স্মৃতি ইরানি, রাসায়ণিক ও সার মন্ত্রকে সদানন্দ গৌড়া, ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ মন্ত্রকে রামবিলাস পাসোয়ানই, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, খাদ্য প্রক্রিয়করণে হরসিম কাউর বাদল, আদিবাসীকল্যাণ অর্জুন মুন্ডা, সামাজিক ন্যায় থেওয়ার চাঁদ গেহলত, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
একনজরে দেখে নেওয়া যাক  কে কোন মন্ত্রী পেলেন – 

  • নরেন্দ্র মোদী-পরমাণু শক্তি, মহাকাশ, পেনশন

স্বরাষ্ট্রমন্ত্রী– অমিত শাহ।
• অর্থমন্ত্রী– নির্মলা সীতারমণ।
• প্রতিরক্ষা–মন্ত্রী হলেন রাজনাথ সিং।
• বিদেশমন্ত্রী– এস জয়শঙ্কর।
• পরিবহনমন্ত্রী–নীতীন গডকরি।
• রেলমন্ত্রক এবং বানিজ্য ও শিল্পমন্ত্রক– পীযূষ গোয়েল।
• আইনমন্ত্রক– রবিশঙ্কর প্রসাদ
• তথ্য ও সম্প্রচার মন্ত্রক, পরিবেশ এবং বনমন্ত্রক ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব পেলেন– প্রকাশ জাভরেকর।
• সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক– মুখতার আব্বাস নকভি।
• নারী এবং শিশুকল্যান মন্ত্রক ও বস্ত্র মন্ত্রক– স্মৃতি ইরানি।
• মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক– রমেশ পোখরিয়াল।
• স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী– কিরেন রিজিজু।
• পেট্রোলিয়াম মন্ত্রক– ধর্মেন্দ্র প্রধান
• স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক– হর্ষবর্ধন
• রসায়ন ও সার মন্ত্রক– সদানন্দ গৌডা।
• ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবণ্টন দপ্তরের দায়িত্ব পেলেন রামবিলাস পাসওয়ান।
• কৃষি, পঞ্চায়েত এবং গ্রামীন উন্নয়ন মন্ত্রক– নরেন্দ্র সিং তোমার।
• আদিবাসী উন্নয়ন মন্ত্রক– অর্জুন মুণ্ডা।
• প্রাণীসম্পদ– গিরিরাজ সিং।
• খনি ও কয়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রক– প্রহ্লাদ যোশী।
• খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রক– হরসিমরত কাউর বাদল।
• বাংলা থেকে পরিবেশ বন দপ্তর, আবহাওয়া পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী হলেন দেবশ্রী চৌধুরি।