কলকাতা

৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল, বাম-কং জোট ৩ আসনে

ফের ভোট রাজ্যে। এবার খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ–এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যে তিন কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের তরফ থেকে মহাসচিব পার্থ চ্যাটার্জি তিন প্রার্থীর নাম ঘোষণা করেন। জানা গিয়েছে, খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। অন্যদিকে করিমপুর এবং কালিয়াগঞ্জে প্রার্থী হচ্ছেন যথাক্রমে বিমলেন্দু সিংহ রায় এবং তপন দেব সিংহ। এদিন নাম ঘোষণার পর পার্থ বলেন, ‘আমরা আমাদের সমস্ত সহকর্মীদের অনুরোধ করব, তাঁরা জেলার সঙ্গে, রাজ্যের সঙ্গে কথা বলে এবং মানুষের সঙ্গে সংযোগ বাড়িয়ে এই রাজ্যে জাতপাতের যে রাজনীতি চলছে, তার বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়েন। তিন আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করবেন।‌’‌ অন্যদিকে, তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। আসন্ন নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বামফ্রন্ট এবং কংগ্রেস। আর তাই করিমপুরে প্রার্থী দিচ্ছে বামফ্রন্ট এবং বাকি দু’‌টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলনে করিমপুরে প্রার্থী হিসেবে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম–এর গোলাম রাব্বির নাম ঘোষণা করেন। সেই সঙ্গে বলেন, ‘আমরা বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দিচ্ছি। তবে যেখানে প্রার্থী দিচ্ছি না সেখানে কংগ্রেসকে সমর্থন করব।‌ এরপর সন্ধ্যেয় বৈঠকে বসবে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তারপরই তারা খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জে নিজেদের প্রার্থীদের নাম জানাবে।