মালদা

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট

হক জাফর ইমাম, মালদাঃ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সোমবার থেকে ট্রাক ধর্মঘট ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল অপারেটর অ্যাসোসিয়েশন। তাদের দাবি গুলি হল অবিলম্বে ভারত সরকারের মটোরভিকেলস এর নতুন এক্সেল লোড চালু, পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে। এই মর্মে এদিন সকালে পুরাতন মালদার নারায়ণপুরে সংগঠনের পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক গুলি আটকে দেওয়া হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা রুকতে উপস্থিত ছিলেন মালদা থানার পুলিশ।
উল্লেখ্য, এই ছয় দফা দাবি নিয়ে রবিবার সমস্ত ট্রাক ইউনিয়ন এবং মালিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই ৬ দফা দাবি এবং বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসনের সামনে তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন জেলা জুড়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। মালদা জেলার মালদা থানার নারায়নপুর এবং মালদা ইংরেজ বাজার থানার কমলাবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচল সমস্ত পণ্যবাহী ট্রাকগুলি আটকে দেওয়া হয়। জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান শুধু মালদা নয় রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটের আজ প্রথম দিন। এই মর্মে জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে পণ্যবাহী ট্রাক গুলি আটকে দেওয়া হয়। তার সঙ্গে এই আন্দোলনে তাদেরো শামিল করা হয়। পণ্যবাহী চালকদের খাবার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।