দেশ

আমরা বাচ্চাদের হাতে কলম তুলে দিই, ওরা দেয় বন্দুকঃ কেজরিওয়াল

গতকাল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গুলি চালনার কথা উল্লেখ করে আজ ভোটের প্রচার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন একটি ভিডিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, দিল্লির সরকারি স্কুলের কয়েকজন ছাত্র তথ্যপ্রযুক্তির এক সভায় বক্তব্য পেশ করছে। সেই ভিডিওর নীচে কেজরিওয়াল লিখেছেন, আমাদের দল ছাত্রদের দিচ্ছে কলম ও কম্পিউটার। অন্য দলটি দিচ্ছে ঘৃণা ও বন্দুক। ভোটারদের কাছে তাঁর আবেদন, ৮ ফেব্রুয়ারি সচেতনভাবে ভোট দিন। কেজরিওয়ালের কথায়, “আমরা শিশুদের হাতে দিচ্ছি কলম ও কম্পিউটার। তাদের চোখে দিচ্ছি উন্নতি করার স্বপ্ন। অপর দলটি দিচ্ছে বন্দুক ও ঘৃণা। আপনারা শিশুদের কোন জিনিসটি দিতে চান? সেকথা আপনারা জানান ৮ ফেব্রুয়ারি।”