দেশ

আর কয়েক মুহূর্তের অপেক্ষা, চাঁদের মাটিতে পা রাখবে বিক্রম

অপেক্ষা আর কয়েক মুহূর্তের।  আগামীকাল ভারতীয় সময় একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-২ । ইসরোর বিজ্ঞানীদের দাবি মতো, শেষ ১৫ মিনিটই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এতদিনের এত পরিশ্রমের আসল ফল জানা যাবে ওই ১৫ মিনিটেই। তাই ওই সময়টাকে ‘ফিফটিন মিনিট অফ টেরর’ (আতঙ্কের ১৫ মিনিট) বলে অভিহিত করেছেন ইসরোর চেয়ার পারসন কে শিবান। তিনি বলেছেন, “একটা রুদ্ধশ্বাস উত্তেজনা চলছে সবার মধ্যে। সকলে কনসোলের দিকে তাকিয়ে। সবার চোখ প্রতিটি ওঠাপড়ার দিকে। কারণ, ওখান থেকেই জানা যাবে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা। সব সময়েই থাকছে উত্তেজনা কারণ, এর পরে কী হবে সেটা অজানা।” তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছুই পরিকল্পনা মতো হয়েছে। রাত ১টা ৫৫ মিনিটের দিকে এখন আটকে চোখ। আর তার আগের ১৫ মিনিট। টানটান উত্তেজনার মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাব‌ে ভারত।