দেশ

ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে নতুন করে বিজ্ঞপ্তি পাঠাল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ সবকটি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে ই-সিগারেট তৈরি, বিক্রি ও কেনা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৮ সেপ্টেম্বর ই-সিগারেট উত্‍পাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রি, বিতরণ, জমা রাখা ও তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে তাতে এখনও বিশেষ কাজ হয়নি। তাই নতুন করে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তারও কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অফিস থেকে ই-সিগারেট নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো সরকার প্রহিবিশন অব ই সিগারেটস নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করে। একটি মন্ত্রিগোষ্ঠী সেই অধ্যাদেশ খতিয়ে দেখে। অধ্যাদেশে বলা আছে, প্রথমবার এই বিধি ভাঙলে একবছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভোটের আগে মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় ফিরলে ১০০ দিনের মধ্যে ই-সিগারেট, ভেপ এবং ই-নিকোটিন ফ্লেভারড হুকা নিষিদ্ধ করবে।