দেশ

এক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ, বাড়ি ফেরার আবেদন ধরনা প্রবাসী কাশ্মীরী ছাত্রছাত্রীদের

এক সপ্তাহ ধরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ভিন রাজ্যে পড়তে যাওয়া কাশ্মীরী ছাত্রছাত্রীরা

প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ভিন রাজ্যে পড়তে যাওয়া কাশ্মীরী ছাত্রছাত্রীরা। জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা চালু এবং বাড়ি ফেরার দাবিতে দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত কাশ্মীরী ছাত্রছাত্রীরা ধরনায় বসেছেন। আন্দোলনকারীদের প্রশ্ন, নিজেদের ইচ্ছাপূরণ করলেও এখনও কেন জম্মু-কাশ্মীরের টেলিফোন বা ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। তাঁদের অভিযোগ, তাঁদের জন্য তৈরি করা কেন্দ্রের হেল্পলাইন নম্বরে কখনওই লাইন পাওয়া যাচ্ছে না। শ্রীনগরের ডেপুটি কমিশনারের অফিসের ফোন নম্বরেও কোনও যোগাযোগ করা যাচ্ছে না। পরিবারের লোকজনের কোনও খবর না মেলায় রীতিমতো উদ্বিগ্ন তাঁরা। এমনকি উপত্যকায় কার্ফুর মতো পরিস্থিতি জারি থাকায় অনেকে ইদুজ্জোহাতে বাড়িও ফিরতে পারেননি। ছাত্রছাত্রীদের দাবি, ৩৭০ ধারা উঠলেও কোনও অন্য রাজ্য থেকে গিয়ে সেখানে ব্যবসা করতে বা সম্পত্তি কিনতে পারবে না। কারণ কোনও কাশ্মীরী এটা হতে দেবে না এবং তাঁরা নিজেদের দাবি পূরণে আন্দোলন চালিয়েই যাবেন। অনন্তনাগের বাসিন্দা, বর্তমানে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহম্মদ আলিম সৈয়দ কাশ্মীরে নেটওয়র্ক পরিষেবা চালুর দাবিতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন ইতিমধ্যে।