কলকাতা দেশ

এনআরসি নিয়ে অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী বক্তব্যের কোনও মিল নেই, টুইটে তীব্র প্রতিক্রিয়া মমতার

এনআরসি ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন, জনসভায় সবার সামনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ঠিক উল্টো কথা বললেন। প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় একথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার ‌দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘‌আমি দেশের ১৩০ কোটি ভারতবাসীকে জানাতে চাই, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত কোথাও কখনও এনআরসি নিয়ে আলোচনা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুধু অসমেই এনআরসি করতে হয়েছে।’‌ পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি সহ অন্যান্য বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই প্রতিক্রিয়াস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘‌আমি যা বলেছি, মানুষ জানেন। আপনি যা বললেন, তাও মানুষ জানলেন। এবার সেই মানুষই বলে দেবেন, কে ঠিক আর কে ভুল! এনআরসি ইস্যুতে‌ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কোনও মিল নেই। শেষপর্যন্ত মানুষই বিচার করবেন।’‌ 
কিন্তু লোকসভা নির্বাচনের আগে থেকেই তো বিজেপি নেতারা রাজ্যে রাজ্যে ভোট প্রচারে গিয়ে এনআরসির কথা বলে বেড়িয়েছেন। এমনকি বিজেপির নির্বাচনী ইস্তেহারেও দেশের অন্যান্য রাজ্যে এনআরসি চালু করার কথা বলা হয়েছে। গত ১১ এপ্রিল বিজেপির টুইটার হ্যাণ্ডেল থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, ‘‌সারা দেশে এনআরসি চালু করা হবে। বৌদ্ধ, হিন্দু এবং শিখ বাদে অন্যসব ধর্মের অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।’‌ সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল গোটা দেশ। সেই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এনআরসির আতঙ্ক আরও মাথাচাড়া দেয়। চাপে পড়ে তড়িঘড়ি সেই টুইট–টিও সরিয়ে দেওয়া হয় বিজেপির টুইটার হ্যাণ্ডেল থেকে।‌