নয়াদিল্লিঃ ট্রেনে লম্বা সফরের সময় কাটতে চায় না। অনেক সময়ই ট্রেন দেরিতে আসে। তাই যাত্রীদের মনোরঞ্জন করতে এবার থেকে ট্রেন বা স্টেশনের বিশেষ ওয়াই-ফাইয়ের সাহায্যে সহজেই দেখতে পাবেন সিনেমা, গান, জনপ্রিয় টিভি শো। আর তা সম্পূর্ণ বিনামূল্যে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে রেলের এই অভিনব পদক্ষেপের কথা জানান। টুইটে তিনি লেখেন, ‘যাত্রীদের ভীষণ পছন্দ হবে এই পরিষেবা! খুব শীঘ্রই আপনার ফোনে আপনার প্রিয় সিনেমা, শো এবং গান স্ট্রিমিং করতে পারবেন।’ রেলের এই নতুন পরিষেবার নাম দেওয়া হচ্ছে রেলটেল। স্টেশনে ওয়াই-ফাই প্রদানকারী সংস্থাই এই পরিষেবার দায়িত্বে থাকবে। জানা গেছে, রেলটেলের মাধ্যমে একাধিক ভাষায় সিনেমা, টিভি সিরিয়াল, মিউজিক ভিডিও, ধর্মীয় অনুষ্ঠান দেখা যাবে। চলন্ত ট্রেনে বাফার ছাড়া ভিডিও স্ট্রিম করার জন্য ট্রেনের কামরাতেই থাকবে মিডিয়া সার্ভার। সিনেমা, মিউজিক ভিডিও, সিরিয়ালগুলিকেও নিয়মিত বদল করা হবে।
Milestone achieved with over 2,000 Railway Stations connected to free & fast Wi-Fi.
A step towards PM @NarendraModi ji's vision of a Digital India, people from villages & small towns are being digitally empowered with access to knowledge and the outside world. pic.twitter.com/bXfuaYhbS5
— Piyush Goyal (मोदी का परिवार) (@PiyushGoyal) August 3, 2019