মালদা

ঐতিহাসিক রামকেলি মেলায় জলযোগের আয়োজন মহদিপুর সি এ্যান্ড এফ এজেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের

হক জাফর ইমাম, মালদাঃ ঐতিহাসিক রামকেলি মেলায় দর্শনার্থীদের জন্য জলযোগের আয়োজন করল মহদিপুর সি এ্যান্ড এফ এজেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা। এই বিষয়ে ওই সংগঠনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ ঘোষ জানান,ইতিহাসের কথায় প্রাচীন বাংলার রাজধানী গৌড় রামকেলী গ্রামে আজ থেকে ৫০৫ বছর পূর্বে জৈষ্ঠ্য সংক্রান্তির দিন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। রাজা হুসেন শাহের দুই মন্ত্রী শ্রীরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন এই রামকেলী গ্রামে কেলীকদম্ব এবং তমাল গাছের নিচে। আজও ঐ গাছ দুটি বিদ্যমান। প্রতি বছর চৈতন্য মহাপ্রভুর আগমন তিথিকে স্মরণ করে রাখতে জৈষ্ঠ্য সংক্রান্তির দিন মেলা বসে। পশ্চিম বঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমন কি বাংলাদেশ থেকেও এখানে ভক্তরা এসে থাকেন। সেই সকল দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে জলযোগের। কাটফাটা এই রোদ্দুরে জলযোগের আয়োজন করে তাই দর্শনার্থীদের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ হয়েছেন সংগঠনের সদস্যরা।