দেশ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই প্রভাবশালী নেতা

চন্ডীগড়:  লোকসভা ভোটের পর ফের একবার শক্তি পরীক্ষায় বিজেপি। আগামী ২১ অক্টোবর দেশের দুরাজ্যে বিধানসভা নির্বাচন। হরিয়ানা এবং মহারাষ্ট্রে রীতিমত প্রেস্টিজিয়াস ফাইট বিজেপির। দু’জায়গাতেই ক্ষমতা ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ। আর সেই ভোটের কয়েকদিন আগে বিজেপিতে নাম লেখালেন দুই প্রভাবশালী কংগ্রেস নেতা। হরিয়ানা ভোটের আগে অবশ্যই যা কিনা বড় ধাক্কা কংগ্রেসের কাছে। শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার হাত ধরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। দুজনের হাতেই দলীয় পতাকা তুলে দেন তিনি। যাদের মধ্যে একজন তরুণ ভাণ্ডারী প্রদেশ কংগ্রেসের ট্রেজারারের দায়িত্বে ছিলেন অপরজন সন্তোষ শর্মা স্থানীয় কংগ্রেসে এক প্রভাবশালী নাম বলেই মনে করে রাজনৈতিকমহল। ভোটের কয়েকদিন আগে দুই নেতার বিজেপি যোগ বেশ কিছুটা মাইলেজ দেবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টা জানিয়েছেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার জন্যে দুই নেতাকে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে বিজেপি সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। সেই উন্নয়নের কাজে শরিক হতেই কংগ্রেস ছেড়ে তাঁরা বিজেপিতে এসেছেন বলে দাবি করেছেন খাট্টা। পাশাপাশি এই উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে আরও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।