জেলা

কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করল মুখ্যমন্ত্রীর ‘রূপশ্রী প্রকল্প’

উত্তর দিনাজপুরঃ মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কীভাবে মেয়ের বিয়ে দেবেন ভেবে ভেবে দুশ্চিন্তায় দিন কাটছিল এক কন্যাদায়গ্রস্ত পিতার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা অভিনব প্রকল্প রূপশ্রীর ২৫ হাজার টাকা শেষ অবধি এ যাত্রায় উদ্ধার করল তাঁদের। একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম রূপশ্রী প্রকল্প। দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য এই প্রকল্পে বরাদ্দ থাকে ২৫ হাজার টাকা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণপদ রায়ের বিবাহযোগ্য মেয়ে নন্দিনী রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পেয়েছেন। যা দিয়ে নন্দিনীর বিয়ে দিতে পেরেছেন কৃষ্ণবাবু। আজ মুখ্যমন্ত্রীর জন্যই মেয়ের বিয়ে দিতে পারলেন তিনি। এমনটাই জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাত্রী নন্দিনীও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই জনকল্যাণমুখী প্রকল্পের টাকা না পেলে বাবা-মা তাঁর বিয়েই দিতে পারতেন না।  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর এলাকার বাসিন্দা কৃষ্ণপদ রায় মেয়েকে ওই টাকাতেই পাত্রস্থ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কন্যাদায়গ্রস্ত পিতা কৃষ্ণপদ রায়। রীতিমতো অনুষ্ঠান করে মেয়ে নন্দিনীর বিয়ে দিলেন তিনি।