হক জাফর ইমাম, মালদাঃ কালো টাকা ফেরতের দাবিতে প্রতিবাদে মিছিল করলো মালদা জেলা তৃণমূলের। শুক্রবার বিকেল চারটে নাগাদ, মালদা কলেজ ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। এই দিনের মিছিলে পায়ে পা মেলান তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর, মালদা ইংরেজবাজার পৌরসভার উপ পৌর প্রধান দুলাল সরকার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ফ্ল্যাগ, ফেস্টুন ও কাটআইট নিয়ে কর্মীসমর্থকরা মিছিলে পা মেলান। জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বলেছিল বিদেশে যত কালো টাকা রয়েছে সমস্ত কিছু ফেরত আনা হবে। এছাড়াও আরও অনেক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তাই কালো টাকা ফেরতের দাবিতে জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় মালদা শহরে। জেলার সমস্ত নেতৃত্ব এই মিছিলে অংশ নেন। মিছিল শেষে শহরের পোস্ট অফিস মোড়ে একটি পথসভাও করা হয়। সেই পথ সভায় জেলা নেতৃত্ব বিজেপি সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন।