জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ডি এম কে প্রধান করুনানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগদেবার জন্য চেন্নাই সফরে যাওয়ার সময়, বিমানবন্দরে ৩৭০ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে ৩৭০ তুলে দেওয়া হল তা ঠিক হয়নি। কেন্দ্রের পদ্ধতি নিয়ে আপত্তি আছে৷ আমরা এই বিল সমর্থন করি না ৷’ কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ নিয়ে গতকাল মুখ খোলেননি তৃণমূল নেত্রী। তবে এদিন কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি মানেনি কেন্দ্র৷ সর্বদল বৈঠক ডেকে আলোচনা করতে পারত। কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলা
যেত ৷ কাশ্মীরে যা ঘটছে, সব দেখছি৷ কাশ্মীরের মানুষ আমাদের ভাই-বোন ৷’ একইসঙ্গে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পরই কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷ তিনি এও বলেন, ‘ওরা কি জঙ্গি নাকি? অবিলম্বে ওমর, মেহবুবাকে ছেড়ে দেওয়া উচিত ৷’ মমতা বন্দোপাধ্যায় মনে করেন, উপত্যকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে সরকার পদক্ষেপ করলে অনেক ভালো কাজ হত ৷ এরপর তিনি এয়ার ইন্ডিয়ার এ আই ৭৬৪ বিমানে করে চেন্নাই উদ্দেশে রওনা দেন।