আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। সোমবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন, ‘কাসারাগোড়ে এক যুবকের দেহে করোনাভাইরাস মিলেছে। কাঞ্জনগড় জেলা হাসপাতালে পৃথক ওয়ার্ডে কড়া নজরদারিতে চিকিৎসাধীন তিনি। চীনের ইউহানে পড়তে গিয়েছিলেন ওই ছাত্র। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।’ একই কথা বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। কড়া এপর্যন্ত দেশে তিনজনের শরীরে মিলল এই ভাইরাস। তিনজনই কেরলের বাসিন্দা। কিন্তু পৃথক জায়গার। প্রথমজন ত্রিশূরের, দ্বিতীয়জন আলাপ্পুঝার এবং তৃতীয়জন উত্তর কেরলের কাসারাগোড়ের। তবে আলাপ্পুঝার রোগীর শারীরিক পরীক্ষার নমুনা পুনের ভাইরোলজি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে বলে রবিবারই জানিয়েছিলেন শৈলজা। তিনজন রোগীকেই তিনটি হাসপাতালের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছে।