কলকাতা

ক্রিসমাস ইভ ও বড়দিনের রাতে পার্ক স্ট্রিট সহ শহরে ‘ব্লক রেইড’ চালাবে কলকাতা পুলিস

ইভটিজার, বেপরোয়া বাইক এবং মদ্যপদের শায়েস্তা করতে শহরে রাতভর কলকাতা পুলিশের বিশেষ নজরদারি

ক্রিসমাস ইভ ও বড়দিনের রাতে এবার ইভটিজার, বেপরোয়া বাইক এবং মদ্যপদের শায়েস্তা করতে পার্ক স্ট্রিট সহ কলকাতা শহরে রাতভর ‘ব্লক রেইড’ চালাবে কলকাতা পুলিস। স্বাভাবিকভাবে ফি বছরের মতো ওই দু’দিন পার্ক স্ট্রিট সহ কলকাতার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ২৫ ডিসেম্বর আমজনতা যাতে পার্ক স্ট্রিটে হেঁটে ঘুরতে পারেন, তার জন্য বিকেল ৪টের পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। সুরক্ষার প্রশ্নে, ওই ২দিনের জন্য পার্ক স্ট্রিটকে কার্যত চারটি জোনে ভাগ করা হয়েছে। ভিড়ের মধ্যে নজরদারি চালাতে পার্ক স্ট্রিটে ১১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। প্রতিটি টাওয়ারে নাইট ভিশন বাইনোকুলার নিয়ে নজরদারি চালাবেন পুলিসকর্মীরা।পার্ক স্ট্রিট ছাড়াও গোটা শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ৯১টি পুলিস পিকেট তৈরি করা হবে। পার্ক স্ট্রিট, ময়দান,

রবীন্দ্র সরোবর, এসপ্ল্যানেডের মতো মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পথে নামা জনতাকে সাহায্য করতে পার্ক স্ট্রিটে ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হবে। পাশাপাশি, কুইক রেসপন্স টিম, অতিরিক্ত হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হচ্ছে। ক্রিসমাস ইভ ও বড়দিনের রাতে পার্ক স্ট্রিট সহ কলকাতা শহরের নাইট ক্লাব, বার, পাঁচতারা হোটেল, ক্লাব, ডিস্কো থেক, রেস্তরাঁগুলিতে বাড়তি নজরদারি থাকছে। লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা একাধিক টিমে ভাগ হয়ে নজরদারি চালাবে এখানে। নজরদারি থাকবে সেন্ট ক্যাথিড্রাল চার্চ সহ শহরের ছোটবড় প্রায় ৫০টি চার্চে। এছাড়াও দক্ষিণেশ্বর ও বেলুড় ঘাটে বাড়তি নজরদারির ব্যবস্থা করবে কলকাতা রিভার ট্রাফিক পুলিস। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই ৬টি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ মোতায়েন করা হচ্ছে। এছাড়াও শহরের নিরাপত্তায় যোগ দিচ্ছে কলকাতা পুলিসের নতুন বাহিনী। নতুন এই কমব্যাট ফোর্সের নাম ওয়ারিয়র। বাহিনীর বিশেষত্ব হল গোটা বাহিনীটাই মহিলাদের নিয়ে তৈরি। আজ থেকে রাস্তায় নামছেন ওয়ারিয়র কমব্যাট ফোর্স। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হবে এই বিশেষ বাহিনীকে।