জেলা

গান্ধীঘাটে মহাত্মার ১৫০ তম জন্মজয়ন্তী পালন

বারাকপুর: বুধবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উৎসব পালনের অনুষ্ঠান। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন জায়গায় তথা স্কুল কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে বাপুর জন্মদিন। এদিন বাপুর সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষ্যে বারাকপুরের গান্ধী ঘাটে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ বেশ কয়েকজন সরকারি আমলা এবং আধিকারিকেরা।জানা গিয়েছে, বুধবার গান্ধী ঘাটে উপস্থিত হয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখী হন ব্রাত্য় বসু। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিজেপি সরকারের এনআরসি ইস্যু নিয়ে মুখ খোলেন। সূত্রের খবর, এনআরসি ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন ব্রাত্য৷ কেন্দ্রের এনআরসি নীতি নিয়ে এদিন মন্ত্রীর মুখে মোদী সরকারের সমালোচনাও শোনা গিয়েছে।জানা গিয়েছে, গান্ধীঘাটে আয়োজিত অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীশ ধনখড়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব রাজীব সিং এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ৷ বুধবার সকালে গান্ধীঘাটে উপস্থিত হয়ে প্রথমে গান্ধী স্মৃতি সৌধে মাল্যদান করেন রাজ্যপাল। তারপরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি সুষ্ঠু সমাজ গড়া এবং গান্ধীজির নীতি আদর্শ অনুসরণ করে চলার বার্তা দেন সকলকে।