কলকাতা

চেন্নাই থেকে জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

কলকাতাঃ  আরও এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আসাদুল্লা শেখ ওরফে রাজা নামে ওই জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পরিচয়পত্র ও বহু নথি। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। কিছুদিন আগে ভারতে জামাত জঙ্গিদের প্রধান নিয়োগ কর্তা ইজাজ আহমেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।তারপর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স ইজাজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে। জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। চেন্নাই এ লুকিয়ে আছে জঙ্গিগোষ্ঠীর অপর এক নেতা। এরপরই সোমবার কলকাতা পুলিশের এসটিএফ এর টিম চেন্নাইয়ে পৌঁছে যায়। চেন্নাইয়ের নীলাঙ্গরাই থানার তোরিয়াপক্কম এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আসাদুল্লা শেখ ওরফে রাজা নামে এক জেএমবি নেতাকে গ্রেফতার করে ।সেখানে সে বাড়ি ভাড়া করে ছিল। ধৃতের বাড়ি বর্ধমানের ভাতারের নিত্যনন্দপুর গ্রামে।ধৃত রাজা পশ্চিমবঙ্গে জেএমবি-এর কার্যকলাপ দেখাশোনার দায়িত্বে ছিল।