ছত্তিশগড়ঃ ফের ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের সংর্ঘষ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজনন্দগাঁওয়ের বাগনডি থানা এলাকার সীতাগোটার জঙ্গলে। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে সীতাগোটার জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে বলে খবর আসে। এরপরই ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর সদস্যরা। শনিবার ভোরে মাওবাদীদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি জটিল দেখে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। পালটা জবাব দেন ডিআরজির সদস্যরাও। উভয়পক্ষের গুলির লড়াইয়ে মোট ৭ জন মাওবাদী খতম হয়। ফাইল চিত্র।