পয়লা ফেব্রুয়ারি বাজেট। তার আগে সাধারণ মানুষের উপর আয়করের বোঝা কমানোর উপরে বিশেষ ভাবে জোর দিলেন দেশের প্রধানবিচারপতি এসএ বোবদে। শুক্রবার আয়কর অ্যাপিলেট ট্রাইবুনালের ৭৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি বোবদে বলেন, ‘অত্যধিক করের বোঝা সরকারের দ্বারা করা সামাজিক অন্যায়। আবার কর ফাঁকি দেওয়া নাগরিকদের দ্বারা সামাজিক অন্যায়।’ তাঁর পর্যবেক্ষণ, জনগণের উপর বিপুল করের বোঝা চাপানো ঠিক নয়। কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে প্রধানবিচারপতি বক্তব্য, কর ফাঁকি দেওয়া দেশের জনগণের সঙ্গে সামাজিক অন্যায়। কিন্তু সরকার নিজের ইচ্ছে মতো অত্যধিক কর চাপালেও তা সরকারের দ্বারা সামাজিক অন্যায়। সরকারের উচিত, জনগণের উপর করের বোঝা কমানো।