আসছে নতুন সাল ২০২০। কিন্তু তাতে মাথায় হাত পড়তে পারে সাধারণ মানুষের। জানুয়ারিতে ১০ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাংক। তাই, দেরি না করে তাড়াতাড়ি সেরে রাখুন যাবতীয় ব্যাংকের কাজ।
একনজরে দেখে দেওয়া যাক জানুয়ারি মাস কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক —
🔴 ১ জানুয়ারি বেশ কিছু রাজ্যে-কেন্দ্রশাসিত অঞ্চলে (আইজল, চেন্নাই, গ্যাংটক) ব্যাংক বন্ধ থাকবে । 🔴 ২ জানুয়ারি আইজল ও চণ্ডীগড়ে গুরু গোবিন্দ সিং-এর জন্মদিন উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে । 🔴 ১১ জানুয়ারি মাসের প্রথম শনিবার, তাই ব্যাংক-এর কাজকর্ম বন্ধ থাকবে। 🔴 ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষ্যে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 🔴 ১৫ জানুয়ারি উত্তরায়ণের পূর্ণকাল বলে সংক্রান্তি, পোঙ্গল, মাঘ বিহু ও দুসু পুজো উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহটি, হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 🔴 ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 🔴 ২৫ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 🔴 ২৬ জানুয়ারি, রবিবার প্রজাতন্ত্র দিবস তাই দেশজুড়ে ব্যাংক-এর কাজকর্ম বন্ধ থাকবে। 🔴 ৩০ জানুয়ারি আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় সরস্বতী পুজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
প্রতীকী ছবি।