দেশ বিনোদন

জেএনইউ কাণ্ডে মুখ খুললেন সুনীল শেঠি

জেএনইউ কাণ্ডে সরব হয়েছেন বলিউডের তাবড় অভিনেতা ও পরিচালকরা। এবার মুখ খুললেন বলিউড অভিনেতা সুনীল শেঠি৷ তিনি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক৷ বিজেপি, কংগ্রেস, এনসিপি, যে দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, পড়ুয়াদের উপর এভাবে হামলা কখনওই সমর্থনযোগ্য নয়৷ মুখোশ পরে ছাত্রছাত্রীদের উপর হামলা, এটা কোন ধরনের পুরুষের কাজ বলে প্রশ্ন তোলেন সুনীল শেঠি৷  এসবের পাশাপাশি যারা কাশ্মীরের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদেরও একহাত নেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা৷ তিনি বলেন, কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, এখনও আছে৷ ভবিষ্যতেও থাকবে৷ তাই কাশ্মীরের স্বাধীনতা চাই বলে যাঁরা স্লোগান দিচ্ছেন, এবার তাঁরা মুখ বন্ধ করুন বলেও জোর সওয়াল করেন সুনীল শেঠি৷পাশাপাশি দেশের বর্তমান যে পরিস্থিতি, তার পরিবর্তন হওয়া উচিত৷ হিন্দু, মুসলিম, শিখ, সাই সবাই যাতে একসঙ্গে বসবাস করতে পারে, সেই আবহাওয়া তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন অভিনেতা৷